তারেক রহমানকে ফিরিয়ে এনে দ্রুত নির্বাচনের দাবি সেলিমা রহমানের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ তৈরি করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’
তারাও সংস্কার চান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে নির্বাচন দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।
নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবির পরিপ্রেক্ষিতে এ সমাবেশ হয়েছে।
সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দেশের কোনো উন্নয়ন করেনি, তারা লুটপাট ও নিজেদের উন্নয়ন করেছে। এর মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা এ দেশের মানুষের রক্ত চুষে খেয়ে পালিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে এ দেশে আসতে দেয়া হবে না। তারা নানা চক্রান্তের অপচেষ্টা করলেও তা সফল হবে না।’
এর আগে বরিশাল জেলার সব উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সভার প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।
এছাড়া বক্তব্য দেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শরফুদ্দিন আহমেদ সান্টু, এবায়দুল হক চান, দুলাল হেসেন, আবু নাসের রহমাতুল্লাহ, শহীদ হাসান প্রমুখ।
সভার সঞ্চালনা করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন