অবিলম্বে মানুষ তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়: মঈন খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে আজকের অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। শুধু দেশ পরিচালনা নয়, জনগণের আরেকটি প্রধান প্রত্যাশা হচ্ছে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এসব মন্তব্য করেন মঈন খান।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের পূর্বে যেমন মানুষের স্বাধীনতা চাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, ঠিক একইভাবে আজ ২০২৫ সালে এসে মানুষ তাদের ভোট দেওয়ার যে প্রত্যাশা, সেটির প্রতিফলন অবিলম্বে দেখতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম চলে আসছে। ছাত্র জনতা তাদের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। মঈন খান বলেন, ‘গ্রামে গ্রামে আমাদের নেতাকর্মীরা রাত জেগে আন্দোলন করেছেন, মাঠে-মাঠে সংগ্রাম করেছেন। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই জুলুমের অবসান ঘটেছে।’

বাংলাদেশের জনগণের মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি যে আকর্ষণ রয়েছে, তা তুলে ধরে মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে আমাদের পর্যবেক্ষণ করছে। তারা জানে, আমরা যখন দায়িত্বে থাকব, তখন আমাদের তাদের কাছে জবাবদিহি করতে হবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গত ১৬ বছর ধরে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের আন্দোলন ছিল। সেই আন্দোলনের ফলস্বরূপ, জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে।’

স্থানীয় কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন আবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির দীর্ঘ আন্দোলনকে উপেক্ষা করা হচ্ছে। ৪২২ জন বিএনপি নেতাকর্মী তাদের জীবন দিয়েছেন, ৬০ হাজার মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।’

এ সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুপুর সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ দলের নেতারা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, সাহসী জবাবে প্রশংসিত প্রভা
কমলাপুর রেলস্টেশনে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে হত্যা, আটক প্রেমিক
বিএনপি নেতা আজিজের বিরুদ্ধে শাস্তির সুপারিশ গঠিত তদন্ত কমিটির
তামাক কোম্পানির মতামত না নিতে সরকারের প্রতি জোরালো দাবি ডর্‌পসহ বিভিন্ন সংগঠনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা