এমসি কলেজ ও কুয়েটের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটের এমসি কলেজে হামলা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল তৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার রাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ রিপন, যুগ্ম আহ্বায়ক আরাফাত রাব্বি, শিহাবুজ্জামান এবং মাসুদ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা আনারুল ইসলাম, বাদশা ফাহাদ, জাইদুল বাশার, মো. রিফাতসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘গুপ্ত রাজনীতি চলবে না’ স্লোগানে মুখরিত করে তোলেন কলেজ ক্যাম্পাস। ছাত্রদল নেতারা এমসি কলেজ ও কুয়েটের সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন