রিজভীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৩
অ- অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ‘জামায়াত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভীর মন্তব্যের নিন্দা করেছেন।

বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ‘জামায়াত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে’ বলে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা আমি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যে কোনো সত্যতা নেই, এবং এটি সম্পূর্ণভাবে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এই বক্তব্য বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য, জামায়াতে ইসলামী নয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯১ সালে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি অধ্যাপক গোলাম আযমকে নাগরিকত্ব ফিরিয়ে না দিয়ে, উলটো তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ১৬ মাস কারাগারে আটকে রেখেছিল। এছাড়া ১৯৮১ সালে জামায়াতে ইসলামী বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপতি আবদুস সাত্তারকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তিনিও অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেননি। এই সব ঘটনা দেশবাসী জানে। তাই রিজভী কোনো ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে পারবেন না।’

রফিকুল ইসলাম খান বলেন, ‘তাই জামায়াতে ইসলামীকে নিয়ে মিথ্যা মন্তব্য করা থেকে রিজভীকে বিরত থাকতে আমি আহ্বান জানাচ্ছি, যেন তিনি নিজের মান-সম্মান রক্ষা করতে পারেন।’

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, সাহসী জবাবে প্রশংসিত প্রভা
কমলাপুর রেলস্টেশনে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে হত্যা, আটক প্রেমিক
বিএনপি নেতা আজিজের বিরুদ্ধে শাস্তির সুপারিশ গঠিত তদন্ত কমিটির
তামাক কোম্পানির মতামত না নিতে সরকারের প্রতি জোরালো দাবি ডর্‌পসহ বিভিন্ন সংগঠনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা