ঢাকা উত্তর ছাত্রলীগ ও ‘দে লাড়া’ গ্রুপের নেতা সানি গ্রেপ্তার

জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অন্যতম আসামি সাকিবুল হাসান সানিকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং কিশোর অপরাধী চক্রের ‘দে লাড়া’ গ্রুপের নেতা।
মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা থেকে র্যাব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে বেআইনি জনতাবদ্ধতা সৃষ্টি করে হামলা করে সানি। আন্দোলনের সময় ছাত্ররা স্পষ্টভাবে তার নেতৃত্বে হামলার শিকার হওয়ার কথা উল্লেখ করে ছবি শেয়ার করে। এছাড়াও তারা সরকার পতনের আগ মুহূর্তে তালিকাভুক্ত কিশোর গ্যাং নিয়ে আন্দোলন দমানোর জন্য প্রায় ২০-৩০টি মোটরসাইকেল চালু করে বিভিন্ন স্পটে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামি ‘দে লাড়া’ নামক কিশোর গ্যাংয়ের গ্যাং লিডার। গত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএম/এফএ)

মন্তব্য করুন