রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্ব করবেন না: ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪
অ- অ+

যতটুকু দরকার ততটুকু সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের চলমান রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন যেন বিলম্ব না হয়। বিএনপিকে অবিশ্বাস করলে ক্ষতি জনগণের হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল আয়োজিতরমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিশীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির সাবেক চিফ হুইপ ফারুক প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘. ইউনূস পৃথিবীর সম্মানীয় ব্যক্তি, আমাদের সম্মান বৃদ্ধি করেছেন। আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথা, জনগণের কথা বুঝে থাকেন, অনুগ্রহ করে, সংস্কার চলুক কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করবেন না। তাহলে আপনার প্রতি জনগণের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।’

ফারুক আরও বলেন, ‘যেটুকু দরকার ততটুকু সংস্কার করুন, একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। বিলম্ব নয়, এতে ক্ষতি। অবিশ্বাস আর অবহেলায় কিন্তু ভালোবাসা থাকে না। আমাদের যদি অবিশ্বাস করেন ক্ষতি জনগণের হবে।’

বাংলাদেশ কর্মজীবী দলের সভাপতি মো. সালাহ উদ্দিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় আরোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরন প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের ১০ হাজার বাড়ি
সালথায় বাড়িঘর ভাঙচুরকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
পাবনায় ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ১ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা