সাতক্ষীরায় মাত্র ১০০ টাকায় মিলছে গরুর মাংস

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার শহরের সংগীতা মোড়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
জানা গেছে, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৭০ টাকা লিটার দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মাত্র ১০০ টাকার গরুর মাংসও কেনার সুযোগ রাখা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)

মন্তব্য করুন