সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৪:১০| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৪:১২
অ- অ+

সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার (বাবু) মারা গেছেন। রবিবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মির্জা আব্দুল জব্বার (বাবু) সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় দুই মাস আগে বাবু ভাইরাসজনিত একটি রোগে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান শোক জানিয়েছেন। সেইসঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের
আদাবরে বাসে আগুন দেবার চেষ্টা করছিল যুবক, অতঃপর...
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা