সৈয়দপুরে ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৫:৫৩| আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৬:১০
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম রাকিবুল ইসলাম ওরফে রবি মিয়া (৩৩)। রবি মিয়া সৈয়দপুর শহরের রসুলপুর এলএসডি গোডাউন এলাকার মৃত শাহ আলমের ছেলে।

তার বিরুদ্ধে ২০০৭ সালে মাদক মামলা দায়ের করা হয়। মামলা নম্বর জিআর ড্রাগ কেস ৩৮/৭। এ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেন বলেন, রবি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ২০০৭ সালে মাদকসহ তাকে আটক করা হয়। তখন ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৩-গ ধারায় মামলা হয়। কিন্তু জামিনে বের হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

এরপর তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন সাজা হয়। এর প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি হয়। কিন্তু এতদিন তিনি ব্রুনাইতে পালিয়ে গিয়ে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। দুপুরে তাকে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা