‘তামিম ধূমপায়ী, তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ১৭:১৫
অ- অ+

ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। এরপর তার হার্টে রিং পরানো হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়া পর কেপিজে থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

স্বস্তির খবর হলো তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগেই বাসায় ফিরতে পারবেন এই অভিজ্ঞ ওপেনার।

তবে এ সময়ে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানিয়েছেন, তামিম ধূমপানে অভ্যস্ত, যা তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই তাকে ধূমপান থেকে পুরোপুরি বিরত রাখা হচ্ছে।

আজ সংবাদ সম্মেলনে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘এখন রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হবে। তার ঝুঁকিগুলো কমাতে হবে। তামিম একজন ধূমপায়ী, তাকে অবশ্যই ধূমপান ছাড়তে হবে। ওজন নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হবে। প্রথমে ও বলেছিল, ধূমপান ছাড়া তার পক্ষে সম্ভব নয়। পরে আস্তে আস্তে ছাড়বে বলে জানায় এবং ‘ভেপ’ ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু সেটিও আমরা অনুমতি দিইনি, কারণ ভেপও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছে এবং নিকোটিন প্যাচ ও গাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।’

চিকিৎসকরা জানিয়েছেন, ধূমপান চালিয়ে গেলে তার হার্টের সমস্যা আরও জটিল হতে পারে। তাই এ নিয়ে কোনো ছাড় দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ ব্রিফিংয়ে এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ জানান, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি বলেন, ‘তামিম ভালো আছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। আজকে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। সেখানেই এক-দু’দিন পর্যবেক্ষণে রাখা হবে, এরপরই তিনি বাসায় ফিরতে পারবেন।’

বাংলাদেশ ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্ত-সমর্থকরা। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও তাকে দীর্ঘমেয়াদে ফিটনেস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে বলে মত চিকিৎসকদের। বিশেষ করে ধূমপান ছাড়ার বিষয়টি হয়ে উঠেছে তার জন্য এক নতুন চ্যালেঞ্জ।

(ঢাকাটাইমস/২৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা