পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ, শর্তসাপেক্ষে নাহিদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ২০:০৩
অ- অ+

সব ঠিক থাকলে আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এবারের আসরে পিএসএল মাতাবেন বাংলারদেশের তিন তারকা ক্রিকেটার। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।

এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন ও রিশাদ পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।

তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন। তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটকিপার ব্যাটারের। তাছাড়া টেস্ট দলের ভাবানায় নেই রিশাদ। তাই এই লেগিও পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স।

রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তাকে দেখা যাবে করাচি কিংসে। এ ছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

(ঢাকাটাইমস/২৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা