কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩

কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন— মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), একই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। এদের মধ্যে অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
এর আগে সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহর সামনে পূর্বশত্রুতার জেরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী জোৎস্না খাতুনের দাবি, প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিল তার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, আমবাড়িয়া গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/০১জুলাই/এসএ)

মন্তব্য করুন