যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ায় পূর্ব শত্রুতার জেরে আশরাফুল ইসলাম বিপুল (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
মৃত আশরাফুল ইসলাম বিপুল শহর তলীর শেখহাটি জামরুলতলা এলাকার সাজ্জাদের বাড়ির ভাড়াটিয়া ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকার রতনপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত শোয়া ৮টার দিকে হঠাৎ ষষ্ঠিতলা পাড়া এলাকার মোস্তাকের বাড়ির পাশে খালেকের ছেলে বাপ্পি, চাচড়া রায়পাড়া এলাকার কালা বাবুর ছেলে রনিসহ ২/৩ জন ধারালো অস্ত্র দিয়ে বিপুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিপুলের সাথে বাপ্পির পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি আটকে অভিযান অব্যাহত আছে।
(ঢাকা টাইমস/১২জুলাই/এসএ)

মন্তব্য করুন