মেসিকে নিয়ে ভীত নয় ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৬, ১০:৫১| আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১১:০১
অ- অ+

লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। প্রতিপক্ষ খেলোয়াড়দের রাতের ঘুম হারাম হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু মেসিকে শ্রদ্ধা করলেও ভয় পান না ব্রাজিল তারকা দানি আলভেস।

শুক্রবার ভোর ৫.৪৫ টায় রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে মাঠে নামছে ফুটবলের সবচেয়ে বড় দুই ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা।

লড়াইয়ে নামার আগে মাঠের উত্তাপটা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। মেসিকে নিয়ে আলভেস বলেন, ‘ফুটবলে ভয় বলতে কিছু নেই। মেসি সেরা একজন খেলোয়াড়। তার প্রতি সবার শ্রদ্ধা আছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই।’

এছাড়া আজ দিবাগত রাত ২.৩০ টায় মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও চিলি। আর শুক্রবার ভোর ৫টায় লড়বে উরুগুয়ে ও ইকুয়েডর। একইদিন ভোর সাড়ে ৫টায় প্রতিদ্বন্দ্বিতা করবে ভেনিজুয়েলা-বলিভিয়া ও প্যারাগুয়ে-পেরু।

২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১৭ পয়েন্ট করে নিয়ে তিনে ইকুয়েডর ও চারে কলম্বিয়া। পাঁচ নম্বরে থাকা চিলির পয়েন্ট ১৬। সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আর্জেন্টিনা।

উল্লেখ্য, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫.৪৫টায় শুরু হবে এই ফুটবল মহাযজ্ঞ। ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা