দুই বছরেও শ্রমিকদের বেতন বাড়ানোর যৌক্তিকতা নেই: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৫২| আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯
অ- অ+

আগামী দুই বছরের মধ্যে শ্রমিকদের বেতন বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, তিন বছর আগে শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিবছর তারা ইনক্রিমেন্ট পান। ইনক্রিমেন্টের অংশ অটো তাদের বেতনে যোগ হয়। সুতরাং তাদের বেতন বাড়ানোর দাবি অযৌক্তিক।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমপ্রতিমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত গার্মেন্টস বিষয়ক ক্রাইসিস কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় শ্রম সচিব মিখাইল শিপারসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সাভার এলাকায় বাড়ি ভাড়া না বাড়ানোর বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আশ্বাস দিয়েছেন। এটি সরকারি কোনো সিদ্ধান্ত নয়। তবে স্থানীয় এমপি বলেছেন বিষয়টি তিনি দেখবেন। এটি অঞ্চল ভিত্তিক সিদ্ধান্ত, এটা সারা দেশের সিদ্ধান্ত নয়। সরকার সিদ্ধান্ত নিলে সারা দেশের জন্যই নেবে।’

এক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ‘তিন বছর আগে তাদের জন্য নূন্যতম মজুরি পাঁচ হাজার তিনশ টাকা করা হয়। ওই ঘোষণার পাঁবছর পূর্ণ হলে শ্রমিকদের বেতন বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘কারা শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিচ্ছে তার রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। যারা সরকারের ভালো চায় না শ্রমিক উস্কানিতে তাদের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

শ্রমপ্রতিমন্ত্রী বলেন, ‘বেতন বাড়ানোর জন্য আনুষ্ঠানিক কোনও প্রস্তাব পাইনি। ৫৩০টি ট্রেড ইউনিয়ন, ৪৩ টি ট্রেড ফেডারেশন দেশে চালু আছে। তাদের কারও কাছ থেকে কোনও আবেদন জানানো হয়নি। তবে কেউ ব্যক্তিগতভাবে আবেদন করলে তার দায় আমাদের না।’

তিনি বলেন, ‘শ্রমিকদের যারা ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে তাদের খোঁজা হচ্ছে। শ্রম আইন অনুযায়ী কারখানার মালিক যেকোনও সিদ্ধান্ত নিতে পারেন। এর বাইরে মালিকরা শ্রমিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কি না তা আমার জানা নেই। আমি এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।’

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এমএম/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা