দেশটা কি আওয়ামী লীগের তালুকদারি: রিজভী

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। ওইদিন বিএনপিকে জনগণ কোনো কর্মসূচি পালন করতে দেবে না-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশ কেবল আওয়ামী লীগের নয়।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বলছে বিএনপিকে কর্মসূচি পালন করতে দেবে না। কেন এটা কি তাদের তালুকদারি? দেশটা কি আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি?। আমরা ৫ জানুয়ারি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছি। নিঃসন্দেহে তা করবো।’
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। বিএনপি মনে করে, ওইদিন দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে। সে কারণে তারা ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। অন্যদিকে আওয়ামী লীগ এই দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে।
আগামী ৫ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে। এবং দিবসটি উপলক্ষে ৭ তারিখ রাজধানীতে সমাবেশ করবে দলটি। অন্যদিকে আওয়ামী লীগ ৫জানুয়ারি ঢাকায় দুই স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
রিজভী বলেন, ‘গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার বিএনপির কর্মসূচি নিয়ে সরকার কোনো টালবাহানা করবে না। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকাসহ সারা দেশে সে কর্মসূচি পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
রিজভী দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল ভোটারবিহীন বিতর্কিত একতরফা নির্বাচন। ক্ষমতায় টিকে থাকতে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে একটি একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ, যা ছিল একটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক নির্লজ্জ তামাশা।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/বিইউ/ডব্লিউবি)

মন্তব্য করুন