যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৭, ২৩:০৩| আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০০:৩৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। আবাসন ব্যবসায়ী, রিয়েলিটি শো তারকা থেকে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয়া ট্রাম্প চার বছরের জন্য বিশ্বের ক্ষমতাধর দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন।

স্থানীয় সময় বেলা ১১টা মিনিটে ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫৯) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প শপথ নেন

এর আগে ১১টা ৫২ মিনিটে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাকে শপথবাক্য পাঠ করান বিচারপতি টমাস।

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা শপথ অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। সেখানে দুই নেতা একান্ত বৈঠক করেন ও চা-চক্রে যোগ দেন।

স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটে হোয়াইট হাউস থেকে বেরিয়ে মোটর শোভাযাত্রা সহকারে ট্রাম্প ও ওবামা ১১টা ০১ মিনিটে শপথ অনুষ্ঠানের স্থল ক্যাপিটল হিলে পোঁছান।

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। তিনি স্বামী বিল ক্লিন্টনকে নিয়ে স্থানীয় সময় সোয়া ১০টায় ক্যাপিটল হিলে পৌঁছান। বিল ক্লিন্টন নিজে যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন।

এ ছাড়া ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যায় আনুষ্ঠানিকতা। স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে গির্জায় প্রার্থনার মধ্যে দিয়ে দিনের শুরু করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের শপথকে কেন্দ্র করে গোটা ওয়াশিংটন জুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা। এর মধ্যে ট্রাম্প বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছে। ট্রাম্পের আগমণন উপলক্ষে হোয়াইট হাউজকে সাজানো হয়েছে নতুন রূপে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/জেএস/এমআর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একই ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা: কার চাপে মামলা নিল খুলশী থানা?
সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি: মির্জা ফখরুল
গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় জনতা ব্যাংকে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা