কুকুরের মতোই বিড়ালের বুদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৭, ১০:৫৭| আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১১:০২
অ- অ+

বিড়ালের তুলনায় কুকুরের বুদ্ধি অনেক বেশি- এমন ধারণাই ছিল অনেকের। কিন্তু সেই ধারণা এবার হোঁচট খেয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বিড়ালও কুকুরের সমান বুদ্ধি রাখে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, একটি গবেষণার পর জাপানের বিজ্ঞানীরা বলছেন, তারা মনে রাখার বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। তাতে দেখতে পেয়েছেন, বেড়ালের ভালো বুদ্ধি রয়েছে।

৪৯টি গৃহপালিত বিড়ালের উপর পরীক্ষাটি করা হয়। দেখা গেছে, আগে খাওয়া ভালো কোনো খাবার প্রাণীটি আবার চিনে নিতে পারে। এ ধরণের স্মরণশক্তি আগে কুকুরের মধ্যেই দেখা গেছে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক সাহা তাকাজি বলছেন, কুকুরের মতো বিড়ালও একই ধরনের স্মরণশক্তির পরিচয় দিয়েছে, যেমনটা এ ধরণের ক্ষেত্রে একজন মানুষ করে থাকে।

পরীক্ষায় দেখা গেছে, মানুষের আচরণ এবং মুখের অঙ্গভঙ্গির অর্থও বুঝতে পারে প্রাণীগুলো।

বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিড়ালের আচরণ এবং মানুষের সাথে প্রাণীটির সম্পর্কের বিষয়ে গবেষণায় এসব তথ্য সহায়তা করবে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা