নেট অনুশীলনে মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ১২:০৪| আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৫৩
অ- অ+

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৫৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন মুশফিকুর রহিম। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মাথায় বল লেগে তাকে হাসপাতালে যেতে হয়। তাছাড়া প্রথম ইনিংসে ব্যাট করার সময় হাতের আঙুলে ব্যথা পান তিনি। সবমিলিয়ে দ্বিতীয় টেস্টে আর খেলা হয়নি মুশফিকের।

ক্রাইস্টচার্চ টেস্টে না খেলায় আগেভাগেই দেশে ফেরেন মুশফিকুর রহিম। দুইদিন আগে তিনি ফিটনেস ট্রেনিং শুরু করেন তিনি। আজ তাকে নেটে ব্যাট করতে দেখা যেতে পারে। তার আঙুলের অবস্থা নিয়ে তিনি এখন সন্তুষ্ট।

অন্যদিকে, ইনজুরির কারণে মুশফিকুর রহিমের পাশাপাশি ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারেননি ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস বিশ্বাস বলেছেন, ইমরুলের ব্যথা পুরোপুরি দূর হয়েছে। আগামী ৩১ জানুয়ারি তার অবস্থার পর্যবেক্ষণ করে দেখা হবে। মুমিনুলের অবস্থাও ভালো। ভারত সিরিজের আগে সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবে।

আগামী ৯ ফ্রেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ খেলতে আগামী ২ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধার পরিশোধ না করায় এসবি’র সাবেক এসপি নিহার রঞ্জনের পদাবনতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা