নেট অনুশীলনে মুশফিক!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৫৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন মুশফিকুর রহিম। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মাথায় বল লেগে তাকে হাসপাতালে যেতে হয়। তাছাড়া প্রথম ইনিংসে ব্যাট করার সময় হাতের আঙুলে ব্যথা পান তিনি। সবমিলিয়ে দ্বিতীয় টেস্টে আর খেলা হয়নি মুশফিকের।
ক্রাইস্টচার্চ টেস্টে না খেলায় আগেভাগেই দেশে ফেরেন মুশফিকুর রহিম। দুইদিন আগে তিনি ফিটনেস ট্রেনিং শুরু করেন তিনি। আজ তাকে নেটে ব্যাট করতে দেখা যেতে পারে। তার আঙুলের অবস্থা নিয়ে তিনি এখন সন্তুষ্ট।
অন্যদিকে, ইনজুরির কারণে মুশফিকুর রহিমের পাশাপাশি ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারেননি ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস বিশ্বাস বলেছেন, ইমরুলের ব্যথা পুরোপুরি দূর হয়েছে। আগামী ৩১ জানুয়ারি তার অবস্থার পর্যবেক্ষণ করে দেখা হবে। মুমিনুলের অবস্থাও ভালো। ভারত সিরিজের আগে সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবে।
আগামী ৯ ফ্রেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ খেলতে আগামী ২ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসইউএল)