নয় বছর বিরতির পর ফিরছেন শান্তা ইসলাম

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২১
অ- অ+

একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শান্তা ইসলাম। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই তিনি অভিনয় থেকে দূরে চলে যান। প্রায় নয় বছর ধরে তিনি আর টিভি নাটকে অভিনয় করছেন না। করছেন না কোনো চলচ্চিত্রও। কিন্তু কেন তিনি মিডিয়া থেকে এত বছর দূরে? এসব প্রশ্নের উত্তর জানতেই ঢাকাটাইমস টোয়েন্টিফোর থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। শান্তা ইসলামও তাতে সাড়া দিয়ে জানালেন অজানা কথা।

শান্তা ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘তখন আমার ছেলে টিনএজ বয়সে পা রাখে। সেই সময়ে আমি ছাড়া ওকে দেখার দেখার মতো কেউ ছিল না। অভিনয় মানে তো সকালে ব্যাগ নিয়ে বের হওয়া আর রাতে ফেরা। তাই আমি সিদ্ধান্ত নেই তাকে দেখভাল করাটাই আমার জন্য মূখ্য। তাই মিডিয়ার কাজ কমিয়ে দিয়ে তার প্রতি মনোযোগ দেই। আমি আমার ক্যারিয়ার এর দিকে নজর দেইনি। এ নিয়ে আমার কোন আফসোস নেই। আজ ও ভাল রেজাল্ট নিয়ে ও লেভেল, এ লেভেল শেষ করেছে। কানাডা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। এখন ফুল স্কলারশিপ নিয়ে মাস্টার্সও শেষ করছে।’

তাহলে কি অভিনেত্রী শান্তা ইসলামের মিডিয়াতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মঞ্চ আমার ভালোবাসার জায়গা। মাঝে কানাডা আমেরিকায় একটি মঞ্চ নাটক নিয়ে অনেকগুলো প্রদর্শন করি। কানাডায় যে স্টেজে পারফর্ম করেছিলাম সে স্টেজেই মান্না দে গান করেছিলেন। ‘রাজকন্যার গল্পকথা’ নামক মঞ্চ নাটকটি লিখেছিলেন মান্নান হীরা। মুক্তিযুদ্ধের উপর একক সে নাটকটি করে অনেক প্রশংসাও পেয়েছিলাম। খুব শিগগিরই মঞ্চ নাটক নিয়ে ফিরবো। মঞ্চে ফিরতে পেরে আমি অনেক আনন্দিত’

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এমইউ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ধর্ম মন্ত্রণালযের অনুরোধ: অনুমতি ছাড়া হজ নয়
বার্তা না মেনে মদিনা থেকে ঢাকায় বিমান, অবতরণ করতে হলো সিলেটে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা