কারাগার ভরে গেছে বিরোধী নেতাকর্মী দিয়ে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪১| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৩
অ- অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে সারাদেশের কারাগারগুলো ভরে ফেলা হয়েছে। চারিদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করছে।’

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এই অভিযোগ করেন।

আদালতে হাজিরা দিতে গিয়ে ফেনীর পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলালকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে ফখরুল এই বিবৃতি দেন।

ফখরুল বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ ধরনের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের দমন প্রক্রিয়ার যেন কোনো শেষ নেই। ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী দুঃশাসনেরই ধারাবাহিকতা।’

বিএনপি মহাসচিব অবিলম্বে আলালউদ্দিন আলালের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার শর্তহীন মুক্তির দাবি জানান।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা