মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। বিজয়া উপলক্ষে মণ্ডপে মণ্ডপে বাজছে বিজয়ের সুর। সকাল থেকেই মন্দিরে মন্দিরে চলছে বিদায় বন্দনা। কেউ শেষ বারের মত মায়ের কাছে কিছু পাওয়ার আশায় প্রণাম করছেন। আবার কেউবা অস্রুজলে মাকে বিদায় জানাছেন।
শনিবার রাজধানীর কলাবাগান পূজামণ্ডপে গিয়ে এই চিত্র দেখা যায়। সেখানে সকাল থেকেই চলছে অঞ্জলি দান। ঢাকের বাদের তালে তালে চলছে মাকে বিদায়ের প্রস্তুতি। মাকে বিদায় জানানোর উদ্দেশ্যে সকাল থেকেই ব্যাপক মানুষের সমাগম ঘটেছে এই মণ্ডপে।
শাস্ত্রমতে, মহালয়ার মাধ্যমে মর্তে আগমন করেন মা দুর্গা। মহালয়া থেকে দশমী পর্যন্ত ১২ দিন মা পৃথিবীতে অবস্থান করেন। অর্থাৎ বাপের বাড়িতে। বিজয়া দশমীর শেষ পক্ষে মা বিদায় নিয়ে শ্বশুরবাড়ি অর্থাৎ কৈলাশে ফিরে যাবেন।
কলাবাগান পূজা উদযাপন কমিটির সদস্য সচিব অলক ভট্টাচার্য ঢাকাটাইমসকে বলেন, 'আজ দুপুর দুইটায় আমরা মাকে বিসর্জন দেয়ার জন্য বুড়িগঙ্গার ঘাটে নিয়ে যাব।'
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএ/জেডএ)

মন্তব্য করুন