রাতে মাঠে নামছে ব্রাজিল, সকালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১০:২১| আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১০:২২
অ- অ+

রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে আজ রাতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাত দুইটায়। ম্যাচটিতে স্বাগতিক বলিভিয়া। সুতরাং, স্বাগতিক হিসাবে এই ম্যাচে বলিভিয়ায় এগিয়ে থাকবে।

কারণ, ১৯৮৫ সালের পর থেকে বলিভিয়ার মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জিততে পারেনি ব্রাজিল। এই সময়ে তারা বলিভিয়াতে বিশ্বকাপ বাছাইপর্বে চারটি ম্যাচ খেলে তিনটিতে হেরেছে ও একটিতে ড্র করেছে।

রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত ব্রাজিলের। ১৬তম রাউন্ড শেষে ৩৭ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বাছাইপর্বে আর মাত্র দুই রাউন্ড খেলা বাকি রয়েছে।

বাছাইপর্বের অন্য ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে। এই ম্যাচে সার্জিও আগুয়েরোকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। কারণ, সম্প্রতি তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে ছয় সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কারণ, বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে পয়েন্ট টেবিলে চারে থাকতে হবে। কিন্তু আর্জেন্টিনা আছে পাঁচে। এই অবস্থানে থাকলেও বিশ্বকাপে খেলার একটা সম্ভাবনা থাকবে। সেজন্য আর্জেন্টিনাকে প্লে-অফ ম্যাচে খেলতে হবে।

(ঢাকাটাইমস/৫ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধার পরিশোধ না করায় এসবি’র সাবেক এসপি নিহার রঞ্জনের পদাবনতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা