‘দেশের নিরাপত্তা বিদেশিদের হাতে দেয়ার পুরস্কার পেয়েছে সৌদি’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:৪৮

সৌদি আরবের বাদশাহ তাদের সমর্থন ছাড়া দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যকে অপমানের শামিল উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অবমাননা নিজ দেশের নিরাপত্তার দায়িত্ব বিদেশিদের হাতে অর্পণ করার পুরস্কার।

এ ধরনের অবমাননার হাত থেকে রক্ষা পেতে একটি শক্তিশালী মধ্যপ্রাচ্য গঠনের জন্য এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সম্পর্কে বলেন, তিনি সৌদি রাজা সালমানকে সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা না দিলে সৌদি সরকার দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্টের এই অবমাননাকর বক্তব্যের ব্যাপারে সৌদি সরকার এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ঢাকাটাইমস/০৫অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :