সাত দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:১৪

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশঁতলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত নুরু মিয়া নামে এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার বিকালে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি বিজিবির উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেয়া হয়।

বাঁশতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা লাশটি দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেছেন।

নিহত নুরু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঁশতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন, দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি বিপুর সাইকা, মোশারাম থানার এমটিসি সাংমা।

৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্তের ১২৩১ সীমান্ত পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে নুরু মিয়া নিহত হন। এসময় অপরজন গুরুতর আহত হন। পরে খাসিয়ারা লাশটি ভারতীয় বিএসএফ’র নিকট হস্তান্তর করে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :