‘রায়ের কপি পেলেই সিটিসেলের তরঙ্গ খুলে দেয়া হবে’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:০২| আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:৩১
অ- অ+

আদালতের রায়ের কপি পেলেই সিটিসেলের তরঙ্গ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বিশ্ব ডাক দিবস উপলক্ষে ঢাকা জেনারেল ডাকঘর (জিপিও) তে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘আদালত যে রায় দিয়েছে সেই রায়ের কপি আমরা পাইনি। রায়ের কপি হাতে পেলেই সিটিসেলের তরঙ্গ খুলে দেয়া হবে।’

এর আগে আজ সকালে সিটিসেলকে এখনো কেন তরঙ্গ বরাদ্ধ দেয়া হয়নি তা বিটিআরসির কাছে জানতে চেয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে রবিবার সাড়ে ১১টার মধ্যে এ বিষয়ে বিটিআরসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চে এই ব্যাখ্যা চাওয়া হয় বিটিআরসির কাছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান। সিটিসেলের পক্ষে ছিলেন এ এম আমিনুদ্দিন। দিলিরুজ্জামান বলেন, সিটিসেলের আইনজীবী তরঙ্গ না খোলার বিষয়টি নজরে আনলে আদালত সময় ঠিক করে দিয়ে বিটিআরসিকে ব‌্যাখ‌্যা দিতে বলেন।

এদিকে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা জানান, বিটিআরসি জানিয়েছে আজ দুপুরে বিটিআরসির বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। এই মিটিংয়ে সিটিসিলের তরঙ্গ খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মিটিংয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিত থাকার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এমএম/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা