২২ ডিসেম্বর মাল্টিপ্লান সেন্টারে কম্পিউটার মেলা শুরু

২২ ডিসেম্বর থেকে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে শুরু হচ্ছে শীতকালীন কম্পিউটার মেলা। `সাইবার সিকিউরিটিঃ দ্য ওনলি ওয়ে টু ফ্লাই' স্লোগানে এই মেলা চলবে ছয়দিন।
অষ্টম বারের মত কম্পিউটার পণ্যের এই মেলার আয়োজন করেছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের দোকান মালিক সমিতি।
আজ রবিবার মাল্টিপ্লান সেন্টারে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন মাল্টিপ্ল্যানের কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহসান। তিনি বলেন, ‘অষ্টমবারের মত দেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলার আয়োজন করেছে কম্পিউটার সিটি সেন্টার। এই মেলায় ছয় শতাধিক দোকান প্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এই মেলায় পাওয়া যাবে নতুন প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য। এসব পণ্যে থাকবে ছাড় ও উপহার।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা উপলক্ষে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে। এছাড়াও থাকছে রক্তদান কর্মসূচী, এন্ট্রিপাশের সাথে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা এবং শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মেলা উপলক্ষে সাইবার সিকিউরিটি নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিন সাইবার ক্রেষ্ট প্রদান করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকেরা জানান, প্রতি বছরের মতো এবারের মেলায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের ওপর। দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা পদ্ধতিতে সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং এর সুফল সম্পর্কে ধারণা দিতে মেলায় থাকবে নানা আয়োজন। মেলায় পরিদর্শনের জন্য রাজধানীর বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের জন্য থাকবে সু-ব্যবস্থা। ঢাকাসহ সারা দেশের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য মেলার প্রবেশ ফ্রি করা হয়েছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র দিয়েই ছাত্র-ছাত্রীরা মেলা পরিদর্শন করতে পারবে। আগত শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হবে। অন্যদের মেলায় প্রবেশের জন্য দিতে হবে ১০ টাকা।
এবারের মেলার প্লাটিনাম স্পন্সর এইচপি, এসার এবং গিগাবাইট। ডায়মন্ড স্পন্সর ডেল। গোল্ড স্পন্সর আসুস, লেনোভো এবং মেলার স্পন্সর হিসেবে থাকছে ইসেট।
সংবাদ সম্মেলন শেষে এবারের মেলার লোগো উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার, এইচপির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন এমডি আদিল ও মেলার পরিচালকবৃন্দসহ অনেকে।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এজেড)

মন্তব্য করুন