দিনাজপুর শিক্ষাবোর্ডে ৩৯১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ১৬:০৯
অ- অ+

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষণের ঘোষিত ফলে ৫৮ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং ফেল থেকে পাস করেছে ৭২ জন। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৯১ জন পরীক্ষার্থীর।

মঙ্গলবার রাতে প্রকাশ করা হলেও এ ফলাফল পাওয়া গেছে বুধবার।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এই শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে মোট ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ১ লাখ ৩৭ হাজার ৩৬২ জন। এবার জিপিএ-৫ পায় মোট ৬ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী।

গত ৪ মে এই ফলাফল প্রকাশের পর মোট ৩৭ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী ফলাফল চ্যালেঞ্জ করে দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন করে। এর মধ্যে ৩৯১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তিত ফল অনুযায়ী জিপিএ-৫ পেয়েছে আরো ৫৮ জন এবং ফেল থেকে পাস করেছে মোট ৭২ জন।

এর ফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় মোট পাসের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৪৩৪ জন। আর মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৮৭ জন।

(ঢাকাটাইমস/৩১মে/এসএএস/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত
র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা