শেরপুরে আড়াই হাজার গাছ কাটল বন বিভাগ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ২০:১৫

শেরপুরের ঝিনাইগাতীর গজনি মৌজায় ৩০ একর জমিতে থাকা আড়াই হাজার গাছ কেটে সাবার করে দিয়েছে বন বিভাগ। ওই জমিতে রোপন করা এক হাজার লিচু, এক হাজার পেয়ারা, আমসহ বিভিন্ন প্রজাতির আরও পাঁচ শতাধিক গাছ ছিল। আজ রবিবার দুপুরে বন বিভাগ এসব গাছ কাটে।

স্থানীয়রা জানায়, ঢাকার সোহেল নামে এক ব্যবসায়ী ২০০৭ সালে এ বাগানটি গড়ে তোলেন। ওই ৩০ একর জমি ডেফলাই গ্রামের ৩০ জন ভূমিহীন পরিবারের নামে জেলা প্রশাসন চিরস্থায়ী বন্দোবস্ত দেন। ওই ৩০ ভূমিহীনের সাথে চুক্তিবদ্ধ হয়ে বাগানটি গড়ে তোলেন সোহেল মিয়া। বাগানটি গড়ে তোলার তিন বছর পর থেকে পুরোদমে শুরু হয় লিচু, আম, পেয়ারা উৎপাদন। এখানে সোহেল মিয়া একটি খামারবাড়ি নির্মাণ করে গরুর খামারও করেছেন। তার খামারে ৪০টি গরু রয়েছে। কিছুদিন আগে বন-বিভাগের সাথে জমির মালিকানা নিয়ে বিরোধ শুরু হলে মামলায় যায় বনবিভাগ।

ক্ষতিগ্রস্ত সোহেল মিয়া জানান, বর্তমানে মামলাটি আদালতে চলমান থাকা অবস্থায় রবিবার বন-বিভাগ ৩০ একর জমিতে তৈরি করা বাগানের আড়াই হাজার গাছ কেটে সাবার করে ফেলে। সাথে খামার বাড়িটি গুড়িয়ে দিয়ে গরু, বাছুরসহ সমস্ত মালামাল জব্দ করে। এছাড়া ওই খামার বাড়ির কেয়ারটেকার বাবুল মিয়াকে আটক করে।

এ সম্পর্কে শেরপুরের সহকারী বনসংরক্ষক প্রান্তুষ চন্দ্র রায় ঢাকাটাইমসকে বলেন, আদালতের রায়ে বন-বিভাগের জবর দখলকৃত জমি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সোহেল মিয়ার খামারের গরুগুলো খোয়াড়ে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :