জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদার পক্ষে তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:২৩ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন তৃতীয় দিনের মতো শেষ হয়েছে। আগামীকাল বুধবার আদালত আবার যুক্তিতর্ক শুনবেন।

বকশিবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে আজ বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে টানা ৩টা ৫০ মিনিট পর‌্যন্ত চলে আদালত। এরপর কাল বুধবার পর‌্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক।

এর আগে বেলা সাড়ে ১১টা ২৫ মিনিটে আদালতে পৌঁছান খালেদা জিয়া। এই মামলায় বুধবার ও বৃহস্পতিবার আরো দুই দিন তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার‌্য রয়েছে।

খালেদা জিয়ার পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুর রেজ্জাক খান।

আদালত খালেদার আইনজীবী বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রীর (খালেদা জিয়ার) কার্যালয়ের অর্গানোগামের কর্মকর্তারা আজকে সাক্ষ্য দিতে উপস্থিত ছিলেন। খালেদার নামে ত্রাণ তহবিল খোলা হয়েছিল- এমন কোনো কথা তারা বলেননি।’

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অন্যতম আসামি খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন। সেদিন আদালত আসামিপক্ষেরিআবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার জন্য ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিন সময় দেন।

দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় তার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :