ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ১৮:৩১

সাংবাদিকদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার বেলা ১১টায় প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ইবিসাসের সভাপতি আবদুল্লাহ আল ফারুক বলেন, কোন অঙ্গ ছাড়া যেমন শরীরকে খুঁড়িয়ে চলতে হয়, তেমনি সাংবাদিক ছাড়াও দেশকে খুঁড়িয়ে চলতে হবে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। তাদের ছবি আছে, ভিডিও আছে। অনতিবিলম্বে হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত করে সরকারকে তার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি।

সাধারণ সম্পাদক ইমরান শুভ্র বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনতি বিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ আইন প্রণয়ন করার জোর দাবি জানাই।

এসময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহাদাত তিমির বলেন, হামলাকারীরা দেশের ক্ষতি করতে চায়, সমাজের ক্ষতি করতে চায়। দেশকে সুন্দর ও সঠিকভাবে দেখতে হলে জাতির আয়নাস্বরূপ সাংবাদিকদের সুরক্ষা প্রয়োজন।

সাধারণ সম্পাদক আসিফ খান বলেন, কোন স্তম্ভ যদি ভেঙে যায় তবে সেই স্থাপনা টিকে থাকতে পারে না। তেমনি দেশের স্তম্ভ সাংবাদিকদের থামিয়ে দিলে দেশও রক্ষা পাবে না।

প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র বলেন, আমরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আহত সাংবাদিকদের যেন সরকারের পক্ষ থেকে সহায়তা নিশ্চিত করা হয়- সে দাবি জানাই।

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান শুভ্রর সঞ্চালনায় ইবিসাসের সভাপতি আবদুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি মাহফুজ মিশু, যুগ্ম-সম্পাদক সাইফুল্লাহ হিমেল, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সহ-সভাপতি জুয়েল হোসেন তনু, সাধারণ সম্পাদক আসিফ খানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি বিএনসিসির প্রাক্তনদের হাতপাখা বিতরণ কর্মসূচি

কুবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শনিবার খুলবে স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :