তুরস্কে ইউরো আয়োজনে ঝুঁকি: উয়েফা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২০ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৫

২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়ন্সশিপ যৌথভাবে হোস্ট করার কথা রয়েছে তুরস্ক ও জার্মানির। কিন্তু সবকিছু ঠিক হওয়ার আগেই তুরস্কতে ইউরোর আয়োজনে ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিংবডি (উয়েফা)।

ইউরোপা সেরা এই আয়োজনের ঝুঁকি হিসেবে তুর্রস্কের হিউম্যান রাইটস, হোটেল সংঙ্কুলান, ট্রান্সপোর্ট এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে নিয়ে ইঙ্গিত করেছেন উয়েফা। তবে ২০১৪ সাল নাগাদ সমস্যা গুলো কাটিয়ে উঠবে বলেও আশা করে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিংবডি। আগামী ২৭ সেপ্টেম্বর এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

তুরস্কেতে ইউরোর আয়োজন নিয়ে উয়েফা জানায়,‘তিন মহাদেশের কেন্দ্রে এই অবস্থানের জন্য তাদের ধন্যবাদ। বিশাল দর্শক সমাগম দেখে তারা অনুপ্রাণিত হতে পারে। বিশেষ করে ফুটবলে তারুণ্যের ঢল দেখে। সেখানে কিছু ঝুঁকি রয়ে গেছে। তবে হোটেল, ট্রান্সপোর্ট ও অবকাঠামো খাতে সমস্যা থাকলেও ২০২৪ সাল নাগাদ তাদের বিশেষ পরিকল্পনা এই টুর্নামেন্ট আয়োজনকে সম্ভব করে তুলতে পারে।’

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :