মটোরোলার ফাইভ জি ফোনের মডেল ফাঁস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১৩:২৮
অ- অ+

প্রযুক্তি বাজারে সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল দুনিয়ার প্রথম ফাইভ জি ফোন আনছে মটোরোলা। এবার এই গুঞ্জনের সত্যতা মিললো। জানা গেছে, মটোরোলার ফাইভ জি ফোনের মডেল হবে ‘জেড ফোর’। এর কোড নেম ওডিন। আগামী বছর ফোনটি বাজারে আসবে।

মটোরোলার এই ফাইভ জি ফোনে কোয়ালমের ফাইভ জি প্রসেসর স্ন্যাপড্রাগন ৮১৫০ চিপসেট ব্যবহৃত হবে। যদিও এখনো কোয়ালমের ফাইভ জি প্রসেসর স্ন্যাপড্রাগন ৮১৫০ মডেলটি অবমুক্ত করেনি প্রতিষ্ঠানটি। আগামী মাসে এই প্রসেসর উন্মুক্ত করা হবে।

ফোনটি হবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। এতে থাকছে অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম। এতে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ থাকছে। যদিও ফাইভ জি কানেকিটভিটি সমৃদ্ধ ফোনে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম বেমানান।

বতর্মানে ডেড ফোর মডেলের ফাইভ জি ফোনটি প্রাথমিক স্তরে আছে। এটি প্রথম বাজারে আসবে যুক্তরাষ্ট্রের বাজারে। সর্বপ্রথম নর্থ আমেরিকার বাজারে ফোনটি পাওয়া যাবে। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজনের প্যাকেজে দেশটিতে এই ফোন অবমুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স, ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি
যে মামলায় গ্রেপ্তার হলেন নাজমুল আহসান কলিমুল্লাহ
ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংকের সফলতা
এপিইউবি’র নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএসপিইউএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা