পোল্যান্ডে ছুরিকাঘাতে মেয়র খুন

ইউরোপ ব্যুরো
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ০৯:২৬

পোল্যান্ডের পোল্যান্ডের গডানস্ক শহরের মেয়র পাওয়েল আদামোউইজেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ব্যাংক ডাকাতের ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গুডাংস্ক শহরে আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে রবিবার মধ্যরাতে মঞ্চেই হামলা চালানো হয় মেয়র পাওয়েলর ওপর। খবর সিএনএনের।

খবরে বলা হয় ২৭ বছর বয়সী ওই ব্যাংক ডাকাত মেয়রকে জেলে দেয়ায় ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে মঞ্চে উঠে তিনি প্রকাশ্যে ছুরিকাঘাত করেন মেয়রকে।

হামলার পরপরই ৫৩ বছর বয়সী এ মেয়রকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।

পাঁচ ঘণ্টাব্যাপী অপারেশনে মেয়রকে ৪১ ইউনিট রক্ত দিতে হয়েছে বলেও জানান চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান। এ ঘটনায় ঘাতক ওই ব্যাংক ডাকাতকে আটক করেছে পুলিশ।

ছুরিকাঘাতে হামলার সময় হামলাকারী মঞ্চ থেকে চিৎকার করে বলছিল, পূর্ববর্তী সরকারকে নেতৃত্বদানকারী ও পাওয়েলের পুনঃনির্বাচিত হওয়াকে সমর্থন দানকারী সিভিক প্ল্যাটফর্ম পার্টি তাকে অন্যায়ভাবে কারাগারে রেখেছিল।

৫৩ বছর বয়সী মেয়র পাওয়েলের ওপর এ হামলাকে ‘অমার্জনীয় বর্বরতা’ বলে উল্লেখ করেছেন পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াশিম ব্রুদজিনস্কি।

ঢাকা টাইমস/১৫জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :