গরুর সঙ্গী খুঁজতে চালু ‘ডেটিং অ্যাপ’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯

প্রতিবেশি দেশ ভারতে গরু নিয়ে মাতামাতির মধ্যেই ইংল্যান্ডে চালু হয়েছে গরুর ডেটিং অ্যাপ। প্রজননের জন্য কোনো গরুর উপযুক্ত সঙ্গী খুঁজতে সাহায্য করবে টাডার নামের এই অ্যাপ। অ্যাপে গরুর ছবি, বয়স, স্থান ও মালিকের নাম উল্লেখ থাকবে। ফলে প্রজননের জন্য সঙ্গী বাছতে অন্য গরুর মালিকরা আশেপাশের সব গরুর বিস্তারিত বর্ণনা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। খবর এনডিটিভির।

মানুষের ডেটিং অ্যাপ টিন্ডারের মতোই কাজ করবে টাডার অ্যাপ। ইংল্যান্ডের গরুর মালিকদের গরু প্রজননে সাহায্য করতে এটি চালু করা হয়েছে। ইংল্যান্ডের এক চাষী মার্কাস ল্যাম্পার্ড জানান, ‘গরুর প্রজননের জন্য বাজারে যাওয়া বিরক্তিকর। বাজারে গিয়ে একটি ষাঁড়ের সঙ্গে গরুর প্রজনন করালে অন্তত দুই সপ্তাহ সময় লাগে।’

৭৬ বছর বয়সি ল্যাম্পার্ড নিজের মেয়েকে এই অ্যাপে তার সব গরুর রেজিস্ট্রেশন করে দিতে বলেছেন। প্রযুক্তি সম্পর্কে বয়স্কদের জ্ঞান সীমিত উল্লেখ করে এই ব্রিটিশ কৃষক বলেন, ‘আমরা ভাবি টেকনোলজি সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে। কিন্তু নাতি-নাতনিরা আমাদের প্রযুক্তিগত বিদ্যা সম্পর্কে হতাশ।’

ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :