গাজীপুরে ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০১৯, ২০:৪৩

সংঘবদ্ধ ডাকাত দলের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর বাসনার চান্দনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আরমান বাবু, ইদুল রহমান, রিফাত হোসেন , রিয়াজ হোসেন , আব্দুল আলী ইশান, তারিফ হোসেন ও সোহেল রানা। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, দুই চাপাতি, একটি ছুরি, তিনটি চাকু, ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ঢাকাটাইমসকে বলেন, ‘বেশ কিছু দিন গাজীপুরের বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের খবর র‌্যাবের কাছে আসছিল। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতো। তাদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে ছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গাজীপুরের বাসনর চান্দনা চৌরাস্তা এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করে।’

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ‘তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বত্র লুটে নিত। তাছাড়া অস্ত্রের মুখে নারী পথচারীদের ধর্ষণ করত।’

(ঢাকাটাইমস/০৩মে/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :