বানের পানি কেড়ে নিল দুই বোনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ২২:৫৭| আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২২:৫৯
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে বানের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চরদুর্গাপুর গ্রামের আবু সাঈদের মেয়ে তানজিলা (৮) ও লিমা (৫)। এর মধ্যে তানজিলা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ও লিমা প্রথম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানায়, উপজেলার চর দুর্গাপুর গ্রামের অধিকাংশ জায়গাতে বানের পানি ঢুকেছে। বৃহস্পতিবার দুপুরে তানজিলা ও লিমা দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দেরি দেখে তাদের অভিভাবক দুই শিশু মেয়েকে অনেক খোজাঁখুঁজি করেও কোন হদিস পায়নি। পরে স্থানীয়রা বাড়ির পাশেই দুই বোনকে পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামানিক দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘ওই গ্রামে কানায় কানায় পানিতে ভরে গেছে। হঠাৎ পানিতে পড়ে যাওয়ায় ওই শিশু দুইটি মারা যায়। তারা সম্পর্কে আপন বোন।’

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা