ভুয়া এমবিবিএস চিকিৎসকের চেম্বার ও প্রশিক্ষণ কেন্দ্র

বরিশাল বুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৮ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৩

এসএসসি পাস কম্পাউন্ডার থেকে বনে গেছেন মা ও শিশুরোগ এবং চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। নামের পাশে ডিগ্রি লাগিয়েছেন ভারতের এমবিবিএস। খুলে বসেছেন চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে মোটা টাকার বিনিময়ে ২০০ নারীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি।

বরিশালের বাকেরগঞ্জে রফিকুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসকের সাম্রাজ্যে আজ হানা দেয় র‌্যাব-৮। আর তাতে বেরিয়ে আসে এসব তথ্য।

বাকেরগঞ্জ শহরের চৌমাথা হাওলাদার মার্কেটে ভুয়া চিকিৎসক রফিকুলের চেম্বার। চেম্বারের পাশেই তার প্রশিক্ষণ কেন্দ্র।

আজ দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে আটক করে রফিকুলকে। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে।

আটকের পর রফিকুলকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাকে এক বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম।

র‌্যাব-৮ উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, তারা গোপন সংবাদে জানতে পারেন চিকিৎসক না হয়েও রফিকুল ইসলাম হাওলাদার মার্কেটে চেম্বার নিয়ে প্রায় দুই মাস ধরে চিকিৎসা দিচ্ছেন। তার অপচিকিৎসায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চেম্বারের পাশে একটি কেন্দ্র খুলে ২০০ নারীকে প্রশিক্ষণের নামে প্রতারণা করে আসছিলেন রফিকুল।

সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগীদের ভুল বুঝিয়ে দালালদের মাধ্যমে রফিকুল নিজের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতেন বলে জানান র‌্যাবের উ-অধিনায়ক।

মেজর খান সজিবুল ইসলাম জানান, অভিযানের সময় র‌্যাবের কাছে রফিকুল চিকিৎসক হিসেবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তিনি এমবিবিএস নয় এসএসসি পাস।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :