‘ভারতের ২০ উইকেট নেয়ার ক্ষমতা আমাদের নেই’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ২১:০৩

একটি টেস্ট ম্যাচ জিততে হলে যেকোনো দলকে বিপক্ষে দলের ২০টি উইকেট নেয়া প্রয়োজন। কিন্তু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক স্বীকার করেছেন, ভারতের ২০ উইকেট নেয়ার মতো ক্ষমতা এখনো বাংলাদেশ ক্রিকেট দলের নেই। তার মতে, আসন্ন সিরিজে পেস বোলারদের ফিটনেসও একটা ইস্যু। আগামী ১৪ নভেম্বর ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ।

এই সিরিজ সামনে রেখে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘বিদেশের মাটিতে ২০টি উইকেট নেয়া কঠিন। আমরা ঘরোয়া ক্রিকেট থেকেই কাজ করছি যেন টেস্ট ম্যাচে পেসার ও স্পিনাররা দুই ইনিংসেই অনেক ওভার বল করতে পারে।’

তিনি আরো বলেন, ‘যদি একজন বোলারের একদিন ২৫ ওভার বল করার সামর্থ্য থাকে তাহলে সে পরবর্তী ম্যাচে আরো বেশি ওভার বল করতে পারবে। তার শক্তি ও সামর্থ্য বাড়বে। এই পরিস্থিতে আমি বলতে পারি না যে, আমাদের বোলারদের ২০ উইকেট নেয়ার ক্ষমতা আছে।’

প্রধান নির্বাচক বলেন, ‘গত ছয় মাস ধরে পেস বোলারদের নিয়ে আমরা চিন্তিত। বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে। এমনকি এইচপি স্কোয়াডেরও বেশ কয়েকজন ইনজুরিতে। আমাদের পেসারদের ফিটনেস নিয়ে সবসময়ই প্রশ্ন আছে। এখন আমরা প্রথম বিভাগের ক্রিকেট থেকেই খেলোয়াড়দের ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আশা করি, এক অথবা দুই বছরের মধ্যে এর ফল পাব। ফিটনেস ছাড়া দুই ইনিংসে বল করাটা খুবই কষ্টকর।’

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :