সুপ্রিমকোর্টের দাপ্তরিক কাজে যোগ দিলেন নতুন রেজিস্ট্রার জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ১৮:২৪
অ- অ+

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দাপ্তরিক কাজে যোগদান করেছেন মো. আলী আকবর।

বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতি কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ করেছেন।

এতে আরও বলা হয় ৩০ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল পদে তার যোগদানপত্র প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত হলো’।

গত সোমবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী তাকে এই পদে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর থেকে হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।

গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদ শূন্য হয়।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে থাপ্পড় মেরে যুবদল নেতার কানের পর্দা ফাটানো সেই এসআইকে প্রত্যাহার
রংপুর প্রেসক্লাব উন্মুক্তকরণ প্রক্রিয়ায় অপশক্তি বাঁধা, দখল চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি
কদমতলীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার
বনজ কুমারের মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেন খালাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা