সাংবাদিকের ওপর হামলাকারী ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ২০:৪৫

কোচিং বাণিজ্যের তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণের সময় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলাকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শারীরিক শিক্ষার সহকারী শিক্ষিকা কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাময়িক বরখাস্ত থাকার সময় ওই শিক্ষিকা প্রতিষ্ঠান থেকে খোরাকি ভাতা পাবেন।’

এর আগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকের পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শাস্তি নিশ্চিত হলে কোচিং বাণিজ্যে জড়িত অন্য শিক্ষকরাও সতর্ক হবেন।’

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর আজিমপুরের চায়না গলিতে একটি কোচিং সেন্টারে কানিজ ফাতেমা কোচিং করাচ্ছিলেন। সেসময় তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণ করার সময় একটি সময় টেলিভিশনের প্রতিবেদক পিংকি আক্তার ও ক্যামেরা পারসন মনজুর রহমানকে মারধর করা হয়। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসির

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

ঢাবির ভূতত্ত্ব বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন

সর্বজনীন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর নির্দেশ ইসির

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীকে রড দিয়ে পেটালেন দুই সহকর্মী

এই বিভাগের সব খবর

শিরোনাম :