রেকর্ড গড়লেন নাসিম শাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৮

বয়স নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও নিজের নামের পাশে রেকর্ড যোগ করে নিলেন পাকিস্তানী পেসার মোহাম্মদ নাসিম শাহ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ পেসার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই তরুণ পেসার।

আগের দিন দুই উইকেট নেওয়া নাসিম শাহ আজ একাই গুটিয়ে দেন শ্রীলঙ্কাকে। ৭ উইকেট হেরে চতুর্থ দিন শেষ করা শ্রীলঙ্কা এদিন নাসিম শাহের বোলিংতোপে যোগ করতে পারেনি কোন রানই। মাত্র ১৬ বল মোকাবিলা করে ১৪ মিনিট ব্যাটিং করতেই অলআউট হয়ে যায় সফরকারীরা। সবকটি উইকেটই নেন নাসি শাহ।

সেই সাথে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন দিনি। নিজের ১৬ বছর ৩০৭ দিনে নাসিম শাহ কণিষ্ঠতম ফাস্ট বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল স্বদেশী মোহাম্মদ আমিরের (১৭ বছর ২৫৭ দিন)। তবে সবমিলিয়ে পাকিস্তানের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে রেকর্ডে নাম লেখান আরেক পাকিস্তানী নাসিম উল গনি (১৬ বছর ৩০৩ দিন)।

সবমিলিয়ে সর্বকনিষ্ঠ পাঁচ উইকেট নেওয়া সেরা পাঁচ বোলারের তালিকাতে আছেন দুই বাংলাদেশী ক্রিকেটারও। তালিকায় চারে আছেন নাইম হাসান (১৭ বছর ৩৫৫ দিনে) ও পাঁচে আছেন এনামুল হক জুনিয়র(১৮ বছর ৩২ দিন)।

সবচেয়ে কম বয়মে পাঁচ উইকেট নেওয়া পাঁচ বোলারঃ

নাসিম উল গনি (পাকিস্তান)- ১৬ বছর ৩০৩ দিন

নাসিম শাহ (পাকিস্তান)- ১৬ বছর ৩০৭ দিন

মোহাম্মদ আমির (পাকিস্তান)- ১৭ বছর ২৫৭ দিন

নাইম হাসান (বাংলাদেশ)- ১৭ বছর ৩৫৫ দিন

এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)- ১৮ বছর ৩২ দিন।

(ঢাকাটাইমস/২৩ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :