ভগবানের জায়গায় মোদির মূর্তি, নিয়মিত হয় পুজা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৪
অ- অ+

মন্দিরে ভগবানের জায়গায় বসানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি। নিয়মিত হয় পুজাও। দেশটির তামিলনাড়ুর রাজ্যের এক কৃষক এই মন্দির স্থাপন করেছেন। তিনি নিজেকে মোদির ভক্ত হিসেবে দাবি করেছেন।

তামিলনাড়ুর ইরাকুদি গ্রামে নিজের চাষের জমিতেই মোদির নামে মন্দির বানিয়ে ওই মূর্তি প্রতিষ্ঠা করেছেন পেশায় কৃষক পি শঙ্কর। গত সপ্তাহেই ওই মন্দিরের উদ্বোধন হয়েছে।

ক্ষমতায় আসার পর কৃষকদের পেনশন প্রকল্প চালু করেছেন মোদি। প্রধানমন্ত্রীর এই কাজের জন্য দেশে কৃষক মৃত্যুর হার কমেছে বলে দাবি করা হয়। আর তাই মোদির এই বিশেষ প্রকল্পের জন্য তাকে সম্মান জানাতে মোদির মূর্তি সহ মন্দির গড়ে ফেলেছেন ওই কৃষক।

তিনি জানান, মোদি সরকারের কিষান সম্মান নিধি প্রকল্প থেকে অনেক সুবিধা পেয়েছেন তিনি নিজে। প্রধানমন্ত্রীর এমন কাজে তিনি মুগ্ধ। আর তাই সকাল-সন্ধ্যা নিয়মিত মূর্তি পুজা করে ধুপ-ধুনো দিয়ে আরতি করে থাকেন তিনি। প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় হয়েছে ওই মন্দির তৈরি করতে।

এরই মধ্যে ওই কৃষকের খবর বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছেছে। তাকে বিজেপিতে যোগ দেয়ারও আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল।

ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা