চাকরি ছাড়লেন টাইগারদের ট্রেনার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ১১:৫৬| আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:৫৫
অ- অ+

দীর্ঘদিন ধরে দলের সাথে কাজ করছেন। জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা তাই ভালোই হয়েছে তার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টানে বিদায় বলছেন জাতীয় দলকেই। বলা হচ্ছিল বাংলাদেশ দলের সদ্য সাবেক ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কথাই। আইপিএলে কাজের প্রস্তাব পেয়ে বাংলাদেশ জাতীয় দলের ট্রেনারের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন তিনি।

শ্রীলঙ্কার এই ফিজিও বিগত কয়েক বছর বাংলাদেশের সাথে কাজ করেছেন। তবে এবার যুক্ত হচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আর এজন্য বিসিবির চাকরিটি ছেড়ে দিয়েছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) নিজের পদত্যাগপত্র বিসিবির কাছে দাখিল করেন মারিও। ২০১৪ সাল থেকে বাংলাদেশের সাথে কাজ করছেন তিনি। জানা গেছে, আইপিএলের একটি স্বনামধন্য দলের সাথে কাজ করার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ ট্রেনার।

খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের জার্সি গায়ে চাপিয়েছেন মারিও। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১১৬টি ম্যাচ, এছাড়া ৫৮টি লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। টেস্ট বা ওয়ানডে দলে খেলা হয়ে ওঠেনি, তবে খেলেছেন কমনওয়েলথ গেমসে। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর হয়ে ওঠেন ট্রেনার।

চলতি মাসেই বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল, তবে মারিও দলের সঙ্গে এই সফরে যাননি। তার না যাওয়ার কারণ তখন পরিষ্কারভাবে জানা গেলেও এখন অনুমান করা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন বলেই পাকিস্তান সফরের প্রথম দফায় কাজ করেননি মারিও।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত
র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা