শাকিবের নায়িকা হচ্ছেন রুবিনা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৬
অ- অ+

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৩০০ ফিট সংলগ্ন মেহেদী ফুট কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করেন সুপারস্টার শাকিব খান এবং নতুন নায়িকা নিঝুম রুবিনা। তাই নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় রুবিনাকে তৃতীয় শ্রেণির নায়িকা বলে কটাক্ষ করেছেন অনেকে। তার সঙ্গে পারফর্ম করার জন্য শাকিবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।

অবশেষে সেসব সমালোচনার জবাব দিলেন নায়িকা নিঝুম রুবিনা। তার দাবি, তৃতীয় শ্রেণির নায়িকা বলে আমাকে যেমন ছোট করা হয়েছে, তেমনি শাকিব ভাইয়ের ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা তুলে তাকেও ছোট করা হয়েছে। অনেক নায়িকার তো অভিষেকই হয় সুপারস্টার নায়কদের বিপরীতে। তখন তো সেই নায়িকাকে নিয়ে কোনো সমালোচনা হয় না। কাজের ক্ষেত্রে দুইজনকেই যে সম পর্যায়ের হতে হবে, এমন তো কোনো নিয়ম নেই।’

রুবিনা আরও দাবি করেন, ‘খুব শিগগিরই এই সমালোচনা বন্ধ হয়ে যাবে। আমি শিগগিরই শাকিব খানের নায়িকা হিসেবে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। ১৪ ফেব্রুয়ারির অনু্ষ্ঠানে আমাদের একসঙ্গে পারফর্ম তারই ট্রায়াল ছিল। আমাদের জুটি হওয়া নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। শাকিব ভাই রাজি হয়েছেন। এ বিষয়ে আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। সময় হলেই সব জানতে পারবেন।’

১৪ ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানের কথা উল্লেখ করে রুবিনা বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে তিনটি গানের স্টেজ পারফরমেন্স দারুণ হয়েছে। তাই হয়তো কেউ কেউ ঈর্ষাকাতর হয়ে সমালোচনায় মেতে উঠেছেন। তবে কে কী বলল বা করল সেসব নিয়ে মাথা ঘামাই না। কারণ আমি সবসময় মূল নায়িকা চরিত্রেই অভিনয় করেছি। এছাড়া যেসব বিজ্ঞাপনের মডেল হয়েছি, সেসবও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পণ্য। তাই সমালোচনা নিয়ে ভাবছি না।’

নিঝুম রুবিনার কেরিয়ারের শুরুটা হয়েছিল টিভি বিজ্ঞাপনের মাধ্যমে। ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। মিনহাজুল ইসলাম পরিচালিত ‘মেঘকন্যা’ ছবিতে নিঝুমের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা কুড়ায়। এই নায়িকার সবশেষ ‍মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভালোবাসা ডটকম’।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলো সরকার
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর, বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা