জবিতে ‘বাঁধন’ অফিসে তালা

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০

অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) স্বেচ্ছায় রক্ত দান সংগঠন ‘বাঁধন’ ইউনিটের অফিসে তালা দিয়েছেন গত কমিটির কার্যনির্বাহী ও সাধারণ কর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কমিটির সভাপতি নিয়াজ শরীফ টুটুলের সভাপতিত্বে বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে তালা ঝুলিয়ে দেয়া হয়। এসময় সভাপতি নিয়াজ শরীফ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ২০১৯ কমিটি ইউনিট পরিচালনার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, দীর্ঘদিন যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের ২০২০ কমিটি নিয়ে মতবিরোধ চলছিল। তারই জের ধরে ২০১৯ কমিটি নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে অফিস কক্ষে তালা ঝুলানো হয়েছে।

অভিযোগ উঠেছে, জবি বাঁধন ইউনিটের ২০২০ কমিটি গঠনের পক্রিয়ায় উপদেষ্টাদের হস্তক্ষেপে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। বিশেষ করে ছাত্র উপদেষ্টা মকবুল হাসান সোহান, আমিনুল হক রবিন ও আক্তারুজ্জামান আতিকের বিরুদ্ধে সরাসরি অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

কমিটি গঠনে স্বজনপ্রীতি, দক্ষ কর্মীদের মূল্যায়ন না করা ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ উল্লেখ করে কর্মীদের পক্ষ থেকে সভাপতি প্রধান শিক্ষক উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ দেন এবং এ বিষয়ে সেন্ট্রাল জোনকেও জানানো হয়। পরে এ সমস্যা সমাধানে সেন্ট্রালের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটির কাজের কোনো অগ্রগতি নেই। আবার শিক্ষক উপদেষ্টারা বিভিন্নভাবে চেষ্টা করেও সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন।

সর্বশেষ গত সোমবার বাঁধন কর্মীদের উভয় পক্ষের সঙ্গে শিক্ষক উপদেষ্টা বসেও কোনো সমাধান হয়নি।

সভাপতি নিয়াজ শরীফ বলেন, ‘সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটিতে দক্ষ কর্মীদের মূল্যায়ন না করা এবং কমিটি গঠনে অনিয়ম করায় ২০১৯ কমিটির কার্যকরী পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে ‘কার্যকরী পরিষদ ২০২০’ পাস করা হলো না। পরবর্তী কার্যকরী পরিষদ গঠন না করা পর্যন্ত ২০১৯ কমিটি অফিস পরিচালনা করবে।’

তিনি আরো বলেন, ‘অফিসের নিরাপত্তার জন্য আগে ব্যবহৃত দুটি পুরাতন তালা পরিবর্তন করে নতুন তালা লাগানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/আইএইচ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :