পুঁচকে লিপজিগের কাছে টটেনহ্যামের হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮
অ- অ+

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে ঘরের মাঠে হারের ধাক্কা খেলো টটেনহ্যাম হটসপার। জার্মান ক্লাব লিপজিগের কাছে ০-১ গোলে হেরেছে হোসে মরিনহোর শিষ্যরা।

বুধবার টটেনহ্যামের ঘরের মাঠে সমান তালে হওয়া লড়াইতে হ্যারি কেন ও সন হিউং-মিনের অভাব অনুভব করে স্পার্সরা।

৫৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন টিমো ওয়ের্নার। এ জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সুবিধাজনক অবস্থানে থাকলো লিপজিগ।

অন্যম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে এক পা দিয়ে রেখেছে ইতালিয়ান ক্লাব আতালান্তা।

লা দিয়াদের পক্ষে জোড়া গোল করেন হ্যান্স হ্যাটবোর। একবার করে লক্ষ্যভেদ করেন জোসিপ ইলিসিচ ও রেমো ফ্রুলার।

ভ্যালেনন্সিয়ার পক্ষে একগোল শোধ দেন ডেনিস চেরিশেভ।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা