ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টাইগারদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২২
অ- অ+

আসন্ন ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। আগামী ১ মার্চ সিলিটে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারলে সেটা বাংলাদেশ দলের ব্যর্থতা হবে বলে মনে করছেন টাইগার পেসার আল-আমিন হোসেন।

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে পরাজিত করায় অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার আল-আমিন হোসেন বলেছেন, ‘যেভাবে দল খেলছে, তাতে আমাদের উচিৎ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা। না পারলে সেটা আমাদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে।’

গত বিশ্বকাপের পর থেকে টাইগার দলের পারফরম্যান্সের গ্রাফটা বেশ নিম্নমুখী। তবে খুব সহজেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়টা দেশের ক্রিকেটের জন্য একটা স্বস্তি এনে দিয়েছে।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশ দল দেশবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর শ্রীলংকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। লংগার ভার্সনেও ফর্মটা ভালো যাচ্ছিল না টাইগারদের। তবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে হারিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে তারা।

আল-আমিন বলেছেন, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেই সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্স ঢেকে যাবে না। তবে এটা ভবিষ্যতের জন্য দলের আত্মবিশ্বাস বাড়াবে।

তিনি বলেন, ‘বিষয়টা এমন না যে, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলেই অতীতের খারাপ পারফরম্যান্স মুছে যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের জিততে হবে এবং সফরকারীরাও নিশ্চই পরাজিত হতে এখানে আসেনি। যেহেতু আমাদের সময়টা ভাল যাচ্ছে না, তাই বড় একটা জয় আমাদের জন্য ভালো কিছু হবে।’

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাটা কোনো সন্তোসজনক কারণ হবে কিনা? এ ব্যাপারে আল-আমিন বলেন, ‘র‌্যাংকিং অনুযায়ী জিম্বাবুয়ের চেয়ে আমরা খুব বেশি এগিয়ে নেই। হতে পারে তারা ১০ অথবা ১১ নম্বরে, আমরা ৮ অথবা ৯ নম্বরের দল।’

ব্যাটসম্যানদের পারফরম্যান্স সবসময়ই বোলারদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে বলে জানান আল-আমিন।

তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছি। সব মিলিয়ে আমাদের ব্যাটিং ছিল খুবই খারাপ। যে কারণে বোলার হিসেবে আমরা লড়াই করতে পারিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে এবং একইভাবে বোলিংও ভালো ছিল। আশা করছি, ব্যাটসম্যানরা এ ফর্মটা ওয়ানডে সিরিজেও অব্যাহত রাখবে।’

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা