সেতুমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:০৭ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ২০:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এপিএস পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযাগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর মহাখালী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে নগদ টাকা, চেক বই, মোবাইল, নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্ন ও সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগপত্র। গ্রেপ্তাররা হলেন- এপিএস পরিচয়ধারী কামাল হোসেন, তার সহযোগী আব্দুল মমিন ও মোহাম্মদ কামরুজ্জামান।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি-বেসকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। মানুষের কাছে বিশ্বাস অর্জনের জন্য নিজেদের সামরিক বাহিনীর অফিসার, কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর পিএস-এপিএস পরিচয় দিত। বিশেষ করে, সেনাবাহিনীতে চাকরি দিতে কখনও নিজেদের মেজর জেনারেল, এসএসএফ কিংবা নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিল।

তিনি আরও বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি পদগুলোর নিয়োগ পরীক্ষার সময় সহজ সরল চাকরি প্রার্থীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুয়া প্রশ্নপত্র, ভুয়া নিয়োগপত্র দিয়ে নগদ টাকা হাতিয়ে নিতো।

এই চক্রের আরো সদস্য পলাতক রয়েছে। প্রতারকরা নানা কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :