‘টিভি দেখে ইমামের অনুসরণ জায়েজ নেই’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ১৬:২৫| আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:৩১
অ- অ+

টেলিভিশন বা যেকোনো ভিডিওতে তারাবির নামাজ অনুকরণের সুযোগ নেই দাবি করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, নবীজী এ ধরনের নামাজ নিজে পড়েননি। পড়তে কাউকে উৎসাহিতও করেননি। টেলিভিশনে কোনো ইমামকে অনুসরণ করা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের দায়িত্বশীল মানুষদের প্রতি নবীজীকে অনুসরণের আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, নামাজের ক্ষেত্রে নবীজী, সাহাবায়ে কেরাম ও অলি আল্লাহদের নামাজের রীতি আমাদের অনুসরণ করতে হবে।

টেলিভিশন বা যেকোনো ভিডিও দেখে কোনো ইমামকে অনুসরণ করলে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার কারণ পাওয়া যায়। আল্লাহ তায়ালা আমাদেরকে নবীজীর সুন্নাহ অনুসরণে নামাজ আদায়ের তাওফিক দিন।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টির লক্ষে কেউ কেউ নামাজে কুরআন মাজিদ দেখে পড়ার কথা বলছে। এটা সম্পূর্ণ বিভ্রান্তি। যুগ যুগ ধরে চলে আসা নামাজে কুরআন মুখস্থ পড়ার রীতি এমনিই এমনিই আসেনি। নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নামাজে কুরআন দেখে পড়েননি। নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করা মূর্খতা ছাড়া আর কিছু নয়। বুখারি শরিফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেভাবেই নামাজ পড় যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
ইশরাক সমর্থকদের চতুর্থ দিনের মতো নগরভবন ঘেরাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা